পুলিৎজার পুরস্কার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা

সংগৃহীত ছবি

পুলিৎজার পুরস্কার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা

অনলাইন ডেস্ক

পুলিৎজার পুরস্কার পেলেন বাংলাদেশি-আমেরিকান চিত্র ও অলঙ্করণশিল্পী ফাহমিদা আজিম। ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত চীনা বন্দিশিবির থেকে পালানোর, ইলাস্ট্রেটেড প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার জিতেছেন। পুলিৎজারের অফিসিয়াল ওয়েবসাইটে ফাহমিদা আজিমের পুরস্কার পাওয়ার তথ্য দেওয়া হয়।

ছয় বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পাড়ি জমান ফাহমিদা।

বর্তমানে তিনি ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে একটি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন।

এর আগে বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন ২০১৮ সালে বার্তা সংস্থা রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকের সঙ্গে যৌথভাবে পুলিৎজার জিতেছিলেন।

পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে থাকে।

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেয়া হচ্ছে।

সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সঙ্গীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।

news24bd.tv/আলী