চাইলেই হাসপাতাল ছাড়তে পারবেন সম্রাট

ফাইল ছবি

চাইলেই হাসপাতাল ছাড়তে পারবেন সম্রাট

নিজস্ব প্রতিবেদক

সম্রাট চাইলেই হাসপাতাল ছেড়ে যেতে পারেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন (শিপন)। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, তিনি চাইলেই এখন হাসপাতাল ছেড়ে যেতে পারবেন। সেটা তার ইচ্ছার ওপর নির্ভর করছে।

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাঈল হোসেন সম্রাট। মুক্তি পেলেও চিকিৎসার প্রয়োজনে এখনও হাসপাতালের বিছানায় পর্যবেক্ষণে আছেন তিনি।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সোমবার জামিনে মুক্তি পান। বেইল বন্ডে সম্রাটের সইয়ের মাধ্যমে কারামুক্তির প্রক্রিয়া শেষ হয়।

পরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন সম্রাটের পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ।

এর আগে অসুস্থ বিবেচনায় তাকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন আদালত। চার মামলার মধ্যে আগেই তিন মামলায় জামিন পাওয়ায় এখন তার কারামুক্তিতে আর বাধা নেই। সোমবার (২২ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত দুই শর্তে সম্রাটের জামিনের আদেশ দেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক