সচিবালয়মুখী গণসংহতি আন্দোলনের মিছিলে পুলিশের বাধা

সংগৃহীত ছবি

সচিবালয়মুখী গণসংহতি আন্দোলনের মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও চা শ্রমিকদের বেতন বৃদ্ধির সাথে একাত্মতা জানিয়ে মিছিলে নামে গণসংহতি আন্দোলন। তবে মঙ্গলবার সকালে এটি সচিবালয় অভিমুখী হলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

মিছিল শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকার পুলিশকে দলীয় ক্যাডারে পরিণত করেছে। এই সরকারকে হঠাতে হবে।

দেশের শাসন ব্যবস্থা বদলাতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।  এসময় চা শ্রমিক ন্যায্য মজুরি প্রতিষ্ঠা, জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানো ও দেশ বিরোধী বক্তব্যের জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি।

এসময় একটি মিছিল পল্টন হয়ে জিরোপয়েন্ট দিয়ে সচিবালয়ের দিকে গেলে আব্দুল গনিরোডের মুখে পুলিশ তাদের বাধা দেয়।

সেখানে আগে থেকেই পুলিশ কাঁটাতারের বেড়া দিয়ে রাখে। বিক্ষোভকারীরা বেড়া সরিয়ে ফেললে সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পরে সেখানেই জোনায়েদ সাকি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অঞ্জন দাস, দীপক রায়, জুলহাস বাবু প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্য বক্তারা অবিলম্বে বিদ্যুৎখাতে দায় মুক্তির আইন বাতিল করে অনিয়ম অব্যবস্থাপনার জন্য দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠন করার দাবি করেন।

news24bd.tv/FA