ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসুন্ধরার ফ্রি চক্ষু চিকিৎসাসেবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসুন্ধরার ফ্রি চক্ষু চিকিৎসাসেবা

মাসুক হৃদয়, ব্রাহ্মণবাড়িয়া

বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্থানীয় একটি সমিতির যৌথ উদ্যোগে গ্রামের তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে ‌‘মা আমেনা গফুর চ্যারিটেবল‌ হাসপাতালে’ সকাল থেকে বিকেল পর্যন্ত রোগীদের এ চিকিৎসাসেবা দেওয়া হয়। বসুন্ধরা আই হাসপাতাল ও ঢাকাস্থ মান্দারপুর সমিতির যৌথ উদ্যোগে এ সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের কনসালটেন্ট ডা. মজুমদার গোলাম রাব্বী, অপটোমেট্রিস্ট গাজী রিয়াজ রহমানসহ সাতজনের একটি দল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত রোগীদের চিকিৎসাসেবা দেন।

এ সময় ঢাকাস্থ মান্দারপুর সমিতির উপদেষ্টা এম এ কাইয়ুম সরকার, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, আরিফুল ইসলাম ভূঁইয়া সোহাগ, স্থানীয় বাদৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিপন আহম্মেদ ভূঁইয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডা. মজুমদার গোলাম রাব্বী বলেন, তিনশত রোগীর নাম আগে থেকেই লিপিবদ্ধ করা ছিল। বিকেল নাগাদ প্রায় ৬০জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।

প্রাথমিক চিকিৎসা হিসেবে অনেককে ব্যবস্থাপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

তাদের মধ্য থেকে বাছাই করা রোগীদের বিনামূল্যে অপারেশন করবে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।

ঢাকায় না গিয়ে হাতের নাগালে বসুন্ধরা আই হসপিটালের মাধ্যমে ফ্রি চিকিৎসা পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ।

news24bd.tv/তৌহিদ