ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের জন্য আরও এক কোটি ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। সেই অনুযায়ী কোভ্যাক্সের আওতায় আরও এক কোটি ডোজ পাঠানো হয়েছে।

নতুন এ এক কোটি ফাইজারের টিকাসহ বাংলাদেশকে এ পর্যন্ত সাড়ে আট কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সহায়তার আওতায় বাংলাদেশ যে পরিমাণ টিকা পেয়েছে তার দুই-তৃতীয়াংশের বেশি এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাঁচ বছরের বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি এগিয়ে নিতে এ টিকা সহায়ক হবে। টিকার শীতকালীন মজুদ, পরিবহন ও নিরাপদ ব্যবহারে সহায়তা হিসেবে কোভ্যাক্স কার্যক্রমে যুক্তরাষ্ট্র ৪০০ কোটি ডলার অনুদান দিয়েছে।

news24bd.tv/মামুন