আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের বেন স্টোকস। চাপের জন্য চলতি বছরের শুরুর দিকে ৫০ ওভারের খেলা থেকে অবসরে যান এই বাঁহাতি ব্যাটসম্যান। ওডিআই ক্রিকেট থেকে সরে গেলেও দলের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন স্টোকস। এমনকি বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও খেলছেন তিনি।
বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে টি-টোয়েন্টি খেললেও এটি ব্যবসায়ে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক স্টোকস। অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হচ্ছে। তবে টেস্ট এখনো ক্রিকেটের চূড়ায় রয়েছে। আমার কাজ হলো খেলার দীর্ঘতম ফরম্যাটের প্রচার করা।
‘ফ্রাঞ্চাইজি ক্রিকেট এখন দেশে দেশে ছড়িয়ে গেছে। আপনি বলতে পারেন, কিছু মানুষের জন্য টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হচ্ছে। এতে কিন্তু ক্রিকেটের জন্য ভালো দিকও আছে। সুযোগ বাড়ছে, যা ১৫ বছর আগেও ছিল না,’ যোগ করেন স্টোকস।
তিনি আরও বলেন, ‘আমদের পেশাদার ক্রিকেটের ক্যারিয়ার খুব ছোট। তাই তো আমাদের ভবিষ্যতের চিন্তা করতে হবে। ক্যারিয়ারে সবাই তার নিজের সেরাটা দিতে চাই। ’
টেস্ট ক্রিকেটের কথা জানিয়ে স্টোকস বলেন, ‘ক্রিকেটের এই ফরম্যাটের ভক্ত আমি। এটি ক্রিকেটর সর্বোচ্চ চূড়া। ক্রিকেটের বিশুদ্ধতম রূপ এটি। টি-টোয়েন্টি ক্রিকেটের চেহারার পরিবর্তন করছে কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেট এখনও শীর্ষস্থান রয়েছে। শুধু আমি নই, বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সবাই একই অনুভূতি ধারণ করেন’
অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাতকারে নিজের মানসিক সমস্যার কথাও জানান এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘এখনো মানসিক অবসাদ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। মাঠে ফিরেছি, তবে ওই প্রক্রিয়া এখনো শেষ হয়নি। আগের মতো নিয়মিত না হলেও চিকিৎসকের পরামর্শ নিতে হয় । মানসিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন ওষুধ খেতে হয়। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। ’
news24bd.tv/মামুন