‌‘শিক্ষার কোনো বয়স নেই’ প্রমাণ করলেন বেলায়েত

ইমরান হোসাইন

‌‘শিক্ষার কোনো বয়স নেই, শেখার কোনো শেষ নেই’ তা আরেকবার প্রমাণ করলেন ৫৫ বছর বয়সী গাজীপুরের বেলায়েত শেখ। ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেন তিনি। সুযোগ পেলে পড়তে চান সাংবাদিকতা বিভাগে।

শিক্ষার প্রতি বেলায়েতের এই আগ্রহ নজর কেড়েছে সবার।

ইতিবাচকভাবেই দেখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। পড়াশুনায় ব্যস্ত ৫৫ বছর বয়সী এক লোক। তিনি ভর্তিচ্ছু কারো বাবা নন।

নিজেই পরীক্ষার্থী।

১৯৮৩ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত শেখ। পরিবারের অভাব অনটনে তখন আর পরীক্ষা দেওয়া হয়নি।

দীর্ঘ তিন যুগ পর ২০১৯ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে এসএসসি এবং ২০২১সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪.৫৮ পেয়ে এইচএসসি পরীক্ষায় পাশ করেন তিন সন্তানের জনক বেলায়েত শেখ।

ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। সুযোগ পেলে পড়তে চান সাংবাদিকতা বিভাগে।

পড়ালেখার প্রতি বেলায়েত শেখের আগ্রহকে অনুপ্রেরণা মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বেলায়েতের ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে ব্যবসায়ী, ছোট ছেলে পড়ে একাদশ শ্রেণিতে। তিনি দৈনিক করতোয়া পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

news24bd.tv/তৌহিদ