মার্কিনিদের ইউক্রেন ছাড়ার আহ্বান

সংগৃহীত ছবি

মার্কিনিদের ইউক্রেন ছাড়ার আহ্বান

অনলাইন ডেস্ক

আর একদিন বাদেই ইউক্রেনের স্বাধীনতা দিবস। এ দিনকে কেন্দ্র করে হামলা বাড়াতে পারে রাশিয়া। এমনই শঙ্কার কথা জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। এবার মার্কিন যুক্তরাষ্ট্রও রুশ বাহিনীর হামলা জোরদার করার কথা জানিয়েছে।

আর এ জন্যই দেশটিতে থাকা মার্কিনিদের ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সরকার। খবর সিএনএনের।

প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, আগামী বুধবার ইউক্রেনের স্বাধীনতা দিবস। ৩১ বছর আগে এ দিনেই সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয় দেশটি।

স্বাধীনতা দিবস উপলক্ষে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রুশ বাহিনী। এ জন্য ইউক্রেনে থাকা মার্কনিদের অবিলম্বে দেশটি ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে।

নিজেদের ওয়েবসাইটে সতর্কবার্তা জারি করে কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত অস্থির। সতর্কতা ছাড়াই এর পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তাই তো মার্কিনিদের নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হলো। ’

এ দিকে হামলার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে কিয়েভ। কোনো ধরনের গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কিয়েভের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মাইকোলা জাইরনভ বলেছেন, ‘সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কোনো ধরনের গণজমায়েত করা যাবে না। রুশদের হামলার সময় যেন ইউক্রেনের নিরাপত্তা বাহিনী জবাব দিতে পারে তার জন্য এমনটি করা হয়েছে। ’

news24bd.tv/মামুন