জলে গেল ১৩০ কোটি টাকা, হুমকিতে কুতুবদিয়া

আইয়ুবুল ইসলাম

বেড়িবাঁধে একের পর এক ভাঙনে  হুমকির মুখে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া। ছোট হয়ে আসছে দ্বীপটির আয়তন। বসতভিটা হারানোর শঙ্কায় স্থানীয়রা। বাঁধের বিভিন্ন পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

জলে গেছে বাঁধ সংস্কারের ১৩০ কোটি টাকা।

এরকম বড় বড় ঢেউ এসে ভেঙে দিচ্ছে দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বেড়িবাঁধের বিভিন্ন অংশ। বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা।

২০১৯-২০ অর্থবছরে ১৮ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারে প্রায় ১৩০ কোটি টাকা ব্যায় করা হলেও বাঁধটি টেকসই হয়নি।

ফলে উত্তর ধুরং, দক্ষিণ ধুরং, আলী আকবর ডেহি ও কৈয়ার বিল ইউনিয়নে ১৪টি অংশে ভাঙ্গন আরও তীব্র হয়েছে।
ভাঙনে ছোট হয়ে আসছে দ্বীপ উপজেলাটির আয়তন। কৃষিজমি ও বসতভিটা হারানোর শঙ্কায় স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর বাঁধ নির্মাণ ও সংস্কারে সরকার বরাদ্দ দিলেও তা লুটপাট ও কাজে অনয়িমের কারণে বাঁধ টিকছে না।

সাগরের প্রচণ্ড শক্তিশালী ঢেউ আর জোয়ারের তোড়ে বাঁধের অস্তিত্ব এখন হুমকির মুখে। যথারিতি সংস্কারের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের।

পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ বলেন, আগামী পূর্ণিমার জোয়ারের আগেই রিপেয়ার করার চেষ্টা করা হবে।

২৭ বর্গমাইল আয়তনের দীপ উপজেলাটি গত পঞ্চাশ বছরে বিভিন্ন সময়ে ভাঙনে ১৭ বর্গমাইলে দাঁড়িয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক