মাদক মামলায় একজনের যাবজ্জীবন

সংগৃহীত ছবি

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জে মাদক মামলায় মো. স্বপন হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়েছেন আদালত। একই মামলায় আরেক আসামি শিপার হাওলাদারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে একই সঙ্গে আসামি স্বপনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শিপারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত স্বপন রাজবাড়ী জেলার বালিয়াকন্দি উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের মহব্বত আলীর ছেলে। আর শিপার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলহাটা গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ অক্টোবর ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর থানার বড় ধুলন্ডী এলাকা থেকে ৬০০ পিস ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ দুজনকে আটক করে পুলিশ। ওইদিনই ঘিওর থানার এসআই হাসমত উল্লাহ বাদী হয়ে মাদক আইনে আটকৃতদের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ৭ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার সরকার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আট সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ আদালত এ রায় দেন।

news24bd.tv/মামুন