সম্ভাবনাময় ধূপ গাছের বাণিজ্যিক চাষাবাদ নেই বাংলাদেশে। তবে চট্টগ্রামের মাটিতে ধূপ গাছের চারা রোপন করে সফল বাংলাদেশ বন ইনস্টিটিউটের গবেষকরা। দেশ-বিদেশে ধূপের চাহিদা দিনদিন বেড়তে থাকায় ধূপ চাষেও লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন গবেষকরা।
বাংলাদেশে ধূপ একটি বিরল প্রজাতির গাছ।
ধূপ গাছের বয়স যত বাড়ে ততই বেশি সংগ্রহ হবে গাছ থেকে রেজিন। গাছের ক্ষতস্থান থেকে বের হয় এই রেজিন। আর রেজিন থেকে হয় ধূপ।
ধূপ বৃক্ষের বীজ থেকে চারা উৎপাদন করে সফল হয়েছেন বন গবেষকরা।
পূজাতে যেমন ধূপের ব্যবহার হয়, তেমনি মশা তাড়াতেও ব্যবহৃত হয় ধূপ। একইভাবে প্রসাধনী তৈরির কাজেও ধূপের ব্যবহার বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে বেড়েছে কদর। তাই ধূপ গাছের আবাদ করে লাভবান হওয়া সম্ভব বললেন বন গবেষকরা।
news24bd.tv/তৌহিদ