রানের পাহাড় গড়তে যাচ্ছে বাংলাদেশ

তামিম ইকবাল।

রানের পাহাড় গড়তে যাচ্ছে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দ্বিতীয়বার সেঞ্চুরির দেখা পেয়েছেন ড্যাসিং অপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে ১২৪ বলে ১০৩ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন তামিম। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।  

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪১ ওভার শেষে ৪ উইকেটে ২০৫ রান।

মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ ও মাশরাফি বিন মুর্তোজা ২৮ রান নিয়ে ব্যাট করছেন। উভয়ে তিন ৪ ও এক ছক্কায় এ রান সংগ্রহ করেন।

এর আগে বাংলাদেশ সময় শনিবার (২৮ জুলাই) সন্ধ্যা সাতটায় সেন্ট কিটসে টস জিতে স্বাগতিকদের ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।  

তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন অপেনার এনামুল হক বিজয়।

জেসন হোল্ডারের বলে মিডঅনে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ৩১ বলে মাত্র ১০ রান করেন তিনি।  

এর পর ব্যক্তিগত ৩৭ রানে অ্যাশেলে নার্সের বলে পাউলের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন সাকিব। মুশফিকও এদিন সুবিধা করতে পারেননি। অ্যাশেলের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে করেন ১৪ বলে ১২ রান।  

উল্লেখ্য, তামিম-সাকিবের ২০০ রানের পার্টনারশিপে ভর করে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানে স্বাগতিকদের পরাজিত করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সহজ জয় হাতছাড়া করে মাশরাফি বাহিনী। ৩ রানের জয় নিয়ে সিরিজে সমতায় ফেরায় জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। আজ তাই সিরিজ নির্ধারণী ম্যাচটি উভয়পক্ষের কাছেই অঘোষিত ফাইনাল।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর