সুনামগঞ্জে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

সুনামগঞ্জে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সুনামগঞ্জ সড়ক জনপথ অধিদপ্তর। বুধবার (২৪ আগস্ট) সকালে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দিরাই এলাকা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।

জানা যায়, সুনামগঞ্জে ফুটপাত দখল অবৈধ স্থাপনা গড়ে উঠে। এতে প্রায়ই শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট।

যানজট নিরসনে বুধবার সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দিরাই এলাকা থেকে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করে সড়ক জনপথ। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতা করে।

সুনামগঞ্জ সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, যানজট নিরসনে শহরে বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ।

news24bd.tv/হারুন