সাতক্ষীরা সীমান্তে ১৯টি স্বর্ণের বার জব্দ করলো বিজিবি

সংগৃহীত ছবি

সাতক্ষীরা সীমান্তে ১৯টি স্বর্ণের বার জব্দ করলো বিজিবি

অনলাইন ডেস্ক

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ১৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় চোরাকারবারীদের আটক করতে পারেনি তারা। জব্দ বারগুলোর ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বৈকারী বিওপির আওতাধীন ছয়ঘরিয়া মাঠ এলাকা থেকে ভারতে পাচারকালে ১৯টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

news24bd.tv/desk