চীনের হুমকির মুখেও তাইওয়ানে মার্কিন সিনেটর

সংগৃহীত ছবি

চীনের হুমকির মুখেও তাইওয়ানে মার্কিন সিনেটর

অনলাইন ডেস্ক

চীনের হুমকির মুখেও মার্কিন সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন তাইওয়ানে পৌঁছেছেন। বৃহস্পতিবার একটি মার্কিন সামরিক বিমানে তিনি তাইওয়ান পৌঁছান। এ নিয়ে চলতি মাসে কোনো মার্কিন সিনেটরের তৃতীয়বার তাইওয়ান সফর।  

সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের সফরের বিষয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্ল্যাকবার্নের এ সফর শনিবার শেষ হবে।

তিনি এ সময় রাষ্ট্রপতি সাই ইং ওয়েন এবং পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সফরে তাইওয়ান-মার্কিন নিরাপত্তা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে আলোচন হয়ে বলে তাইয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এ দিকে তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রাষ্ট্রপতি সাই ইং ওয়েন শুক্রবার ব্ল্যাকবার্নের সাথে বৈঠক করবেন।

এ সফরের বিষয়ে সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাইওয়ান আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার।

মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা নিয়মিত তাইওয়ান সফর করবে এটা মার্কিন নীতির অংশ। ’

এ দিকে মার্কিন সিনেটরদের তাইওয়ান সফরে চরম ক্ষুব্ধ হয় চীন।  

news24bd.tv/হারুন