প্রাকৃতিক দুর্যোগের পেছনে রয়েছে মানুষের তৈরি কারণও

প্রাকৃতিক দুর্যোগের পেছনে রয়েছে মানুষের তৈরি কারণও

সাইফুর রহমান মিরণ

বদলে যাচ্ছে বঙ্গোপসাগর। সেই সাথে বদলাচ্ছে জেলেদের জীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বাড়ছে ঘুর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এসব দুর্যোগের পেছনে প্রকৃতির পাশাপাশি মানুষের তৈরি কারণও রয়েছে অনেক।

কখনো সাইক্লোন। কখনো জলোচ্ছ্বাস। আবার কখনো তুমুল ঝড়। হুট করেই যেন বদলে যাচ্ছে বঙ্গোপসাগরের চরিত্র।

বাড়ছে পৃথিবীর তাপমাত্রা; ফলে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। এর প্রভাবে ঘনঘন দেখা দিচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। পরিসংখ্যান বলছে, ১৯৯১ থেকে ২০০০ সালের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছিল ২০টি। যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নেয় ১২টি। অথচ, তার পরবর্তী নয় বছরেই বঙ্গোপসাগরে ৩৯টি নিম্নচাপ হয়.. যার মধ্যে ঘূর্ণিঝড় ছয়টি। এছাড়া, গত বছর এখানে লঘুচাপ হয়েছে পাঁচটি। এবার বছর শেষ না হতে এরই মধ্যে তিনটি লঘুচাপের উৎপত্তি হয়েছে বঙ্গোপসাগরে। এত কম সময়ে কেন এই রূপ বঙ্গোপসাগরের?

বরিশাল বিশ্ববিদ্যাললের উপকূল বিদ্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক এই প্রভাব নির্মূল করা সম্ভব নয়.. তবে নিয়ন্ত্রণ সম্ভব।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতার বিকল্প নেই বলে মনে করেন পরি্বেশবিদরা। সেই সাথে জোর দিতে হবে নদী খালের নাব্য সংকট নিরসনে।

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গোপসাগরের চরিত্রের এই পরিবর্তন সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে উপকূলীয় জেলেদের ওপর। কখনো মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ফিরতে হয় খালি হাতে। কখনো মাঝ সমুদ্রেই মেনে নিতে হয় মৃত্যুকে। তাছাড়া, জীবন ঝুঁকি কমাতে অনেকেই বদলে ফেলছেন পেশা। তাদের পরিবার নাম লেখাচ্ছে জলবায়ু উদ্বাস্তুর তালিকায়। যা সরাসরি প্রভাব ফেলছে দেশের অর্থনৈতিক খাতে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক