উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান
উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান

সংগৃহীত ছবি

উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

দুই গ্রুপে লড়বে ছয় দল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও হংকং।

হংকং বাছাই পর্ব খেলে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে সেরা দুই দলকে নিয়ে হবে সুপার ফোরের লড়াই।  

শক্তিমত্তা আর পরিসংখ্যান বিবেচনায় আফগানিস্তানের বিপক্ষে লঙ্কানরা কিছুটা এগিয়ে।

তবে ২০২০ সালের পর থেকে আফগানিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড বেশ ভালো। তারা আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে বেশ কিছু ম্যাচে জয় পেয়েছে। আর ২০২০ সালের পর শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাত্র একটি। সেটা ভারতের বিপক্ষে।  

আফগানিস্তান তাদের সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ২টি, শ্রীলঙ্কা একটি।  

দুবাইয়ের আবহাওয়া বেশ গরম এবং শুষ্ক। তবে সন্ধ্যার পরে বিশেষ করে রাতে খুব বেশি শিশির পড়ে না। তাই টসের সুবিধা নিতে পারবে না কোনো দলই।  

news24bd.tv/হারুন