গতকাল শুক্রবার এক সমাবেশে দেশে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে বলে মন্তব্য করেন চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম। তবে এর সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, ‘ধর্ম শিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষাকে আরও সম্প্রসারিত করা হয়েছে। নতুন শিক্ষাক্রম নিয়ে যতগুলো অপপ্রচার ছিল, সেগুলো ইতোমধ্যে আমরা জনগণের সামনে তুলে ধরেছি।
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা মিলনায়তনে শনিবার (২৭ আগস্ট) ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন চরমোনাই পীরের বক্তব্য প্রসঙ্গে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘একটি বিশেষ মহল অন্য ইস্যু খুঁজে না পেয়ে সরকারবিরোধী অপপ্রচারে নেমেছ। এর অংশ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এ মন্তব্য করছে। আগে থেকেই ধর্ম শিক্ষাসহ নৈতিক শিক্ষার কার্যক্রম অনেক বাড়িয়েছে সরকার।
এর আগে শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ইসলামী ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে চরমোনাই পীর বলেন, ‘নতুন শিক্ষাক্রমে সরকার নৈতিকতা ও মূল্যবোধ চর্চার বিষয়টি রাখার কথা বারবার উল্লেখ করেছে। অথচ এখন ইসলাম শিক্ষাকে একাদশ-দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ থেকে বাদ দিয়ে শুধু মানবিক বিভাগে ঐচ্ছিক রাখা হয়েছে। আমরা আশঙ্কা করছি, এটি ভবিষ্যৎ প্রজন্মকে নীতি-নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত হিসেবে গড়ে ওঠার দ্বার উন্মোচন করবে। ’
news24bd.tv/মামুন