সবশেষ চার সপ্তাহ ধরে চলছিল জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলন এনটিপি। তবে রাশিয়ার আপত্তিতে কোনো চুক্তি ছাড়াই শেষ হেয়েছে সম্মেলনটি। ঘোষণা পত্রে ‘রাজনৈতিক’ লক্ষ্য রয়েছে এমনটা দাবি করে শুক্রবার (২৬ আগস্ট) আপত্তি জানায় মস্কো।
এনটিপি চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯১টি।
সম্মেলনের সভাপতি আর্জেন্টিনার গুস্তাভো জলাউভিনেন বলেন, ‘রাশিয়ার আপত্তির পর চুক্তিটি অর্জনের অবস্থানে ছিল না। আমি গভীরভাবে দুঃখিত কারণ আমরা ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়নি। ’
রাশিয়ার প্রতিনিধি ইগর ভিসনেভিটস্কি চুক্তির খসড়া নিয়ে বলেন, ‘এতে ৩০ পাতার মতো দীর্ঘ অংশ রয়েছে যা ভারসাম্যপূর্ণ নয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, ইউক্রেনের জোপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত অনুচ্ছেদের জন্য মস্কো আপত্তি জানিয়েছে। দ্বিতীয়বারের মতো কোনো চুক্তি ছাড়ায় এনটিপি সম্মেলন শেষ হলো।
news24bd.tv/মামুন