গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে ২০ দল
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে ২০ দল

সংগৃহীত ছবি

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে ২০ দল

অনলাইন ডেস্ক

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকার অঙ্গীকার করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা। সরকারের দুর্নীতি-লুটপাটে অতিষ্ঠ জনগণ। তাই দেশের জনগণকে বাঁচাতে এ সরকারকে হটানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ২০ দলীয় জোটের নেতারা।  

শুক্রবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে মানববন্ধনে জোট নেতারা এসব কথা বলেন।

বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সভাপতিত্বে এবং যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।


মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীনরা আগামী নির্বাচনে ইসিকে দিয়ে ১৫০ আসন নিশ্চিত করে ফেলেছে।

তাই আমাদের একটাই দাবি হওয়া উচিত, শেখ হাসিনার পদত্যাগ।

আহসান হাবিব লিংকন বলেন, দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। এর ফলে মধ্যবিত্ত নিন্মবিত্ত এবং নিন্ম মধ্যবিত্ত নিঃস্ব-দরিদ্র হয়ে গেছে। এছাড়া সরকারের দুর্নীতি-লুটপাটে মানুষ অতিষ্ঠ। সঙ্কট উত্তোরণে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

সভাপতির বক্তব্যে এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরবে না, মানুষের দুর্দশা আরও বাড়বে। তাই অবিলম্বে এ সরকারকে বিদায় করতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকারকে বিদায় করতে বিএনপি আন্দোলন করছে। সেই আন্দোলন সফল করতে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটও মাঠে থাকবে।

news24bd.tv হারুন