শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধা নিয়েই ঘুমাতে যায়। এর কারণ দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সঙ্কট। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এমন সঙ্কট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। খবর এপি।
প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার জাতিসংঘ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক সঙ্কটের জন্য শ্রীলঙ্কান শিশুরা না খেয়েই ঘুমাতে যায়। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সমস্যার দিকে যেতে পারে।
রেকর্ড মন্দায় রয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে বৈদেশিক মুদ্রার তহবিল শূন্যের কোটায় পৌঁছেছে।
জাতিসংঘ জরুরি শিশু তহবিলের (ইউনিসেফ) দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া-আদজেই বলেছেন, ‘রান্নার উপকরণগুলোর দাম ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ায় নিয়মিত খাবারগলো বাদ দিয়েছে শ্রীলঙ্কার অনেক পরিবার। শিশুরা না খেয়ে ঘুমাতে যায়। তারা জানে না সামনের বেলার খাবারটা পাবে কি না। ’
তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে দক্ষিণ এশিয়াজুড়েই অর্থনৈতিক সঙ্কট প্রকট হচ্ছে। ফলে এই অঞ্চলের শিশুদের জীবন হুমকির মুখে পড়ছে। শ্রীলঙ্কায় যেমনটা দেখা যাচ্ছে, সেটি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের জন্য সতর্কবার্তা।
শ্রীলঙ্কার মোট শিশু জনসংখ্যার অন্তত অর্ধেকের জরুরি প্রয়োজন মেটাতে ২৫ মিলিয়ন ডলারের জন্য আবেদন করেছে ইউনিসেফ। দেশটির সরকারি তথ্য মতে, ২০২১ সালে মোট পাঁচ লাখ ৭০ হাজার শিশুর মধ্যে এক লাখ ২৭ হাজার অপুষ্টিতে ভুগছে। তবে বর্তমানে এ সংখ্যা আকাশচুম্বী হয়ে গেছে।
৫১ বিলিয়ন মার্কিন ডলার ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে গত এপ্রিলে নিজেদের দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কা। আর গত মাসে আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রেসিডেন্ট রাজাপাকশে। অর্থনীতি পুনরুদ্ধারে দেশটি বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।
news24bd.tv/মামুন