উন্নতি হলেও শঙ্কামুক্ত নন সেব্রিনা ফ্লোরা

সংগৃহীত ছবি

উন্নতি হলেও শঙ্কামুক্ত নন সেব্রিনা ফ্লোরা

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।  

শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, পিত্তনালীতে স্টেনোসিস চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হয় অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার। এর ফলে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এ ছাড়া তার কিডনি জটিলতা রয়েছে, সেটা দূর করতে তাকে ডায়ালাইসিস করা হচ্ছে। তবে  গত দুদিন ধরে কিছুটা ভালো আছেন তিনি।

সিঙ্গাপুরে নেওয়ার আগে অধ্যাপক সেব্রিনা ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওো হয়।  গত ২০ আগস্ট রাতে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এরপরই তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি লাইফ সাপোর্টে থাকার খবরটি গত ২১ আগস্ট দেশের গণমাধ্যমে প্রচারিত হয়। এমনকি দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে।

news24bd.tv/মামুন