ইউক্রেনে রুশ হামলায় মার্কিনি নিহত
ইউক্রেনে রুশ হামলায় মার্কিনি নিহত

সংগৃহীত ছবি

ইউক্রেনে রুশ হামলায় মার্কিনি নিহত

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হামলায় এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র নিউইয়র্ক ভিত্তিক টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই মার্কিনির পরিচয় প্রকাশ করেনি তারা।

এর আগে মস্কো থেকে জানানো হয়, ইউক্রেন ও রুশ বাহিনীর সংঘর্ষে এক মার্কিন স্বেচ্ছাসেবক মারা গেছে।

টেনিসের বাসিন্দা ওই মার্কিনির বয়স ২৪ বছর।  

প্রতিবেদনে টেলিভিশন চ্যানেলটি জানায়, ইউক্রেনের সেনাবাহিনীর হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গিয়ে ছিলেন ওই মার্কিনি। সেখানে সংঘর্ষে তিনি মারা গেছেন। তার নাম পরিচয় প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন নাগরিকের মৃত্যুর খবরটি প্রথম জানান রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমর্স্কি ক্রাই অঞ্চলের গভর্নর ওলেগ কোজেম্যাকো। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, ‘টাইগার মিলিটারি ইউনিটের সদস্যরা যুদ্ধের সময় এক মার্কিনিকে হত্যা করেছে। ইউক্রেনে আমেরিকান ভাড়াটে বাহিনী ধ্বংস হয়ে যাবে। ’

news24bd.tv/মামুন