হৃদয় ভাঙার চেয়ে প্লেট ভাঙা ভালো : ফারাহ খান
হৃদয় ভাঙার চেয়ে প্লেট ভাঙা ভালো : ফারাহ খান

সংগৃহীত ছবি

হৃদয় ভাঙার চেয়ে প্লেট ভাঙা ভালো : ফারাহ খান

অনলাইন ডেস্ক

রেস্তোরায় গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় নৃত্য পরিকল্পনাকারী, চলচ্চিত্র পরিচালক ফারাহ খান। তিন সন্তান জার, ডিভা এবং আনিয়াকে রেস্তোরার প্লেট ভাঙার নির্দেশ দিলেন এই মা। কিন্তু কেন?

আনন্দবাজার জানায়, রেস্তোরায় তিন সন্তানকে নিয়ে বেশ কয়েকটি প্লেট ভাঙেন ফারাহ খান। এমন এক ভিডিও আবার নিজে শেয়ারও করেছেন।

সেখানে ক্যাপশনে লিখেছেন- 'হৃদয় ভাঙার চেয়ে প্লেট ভাঙা ...' যদিও শূন্যস্থানে যে 'ভালো' শব্দটাই হবে সেটা নিয়ে আর সন্দেহ প্রকাশ করেনি ফারাহ'র ভক্তরা।

জানা যায়, এক রেস্তোরায় প্লেট ভাঙতে দেখা যায় ফারাহটর তিন ছেলেমেয়েকে। এই ভাঙা কোন ক্ষোভ থেকে নয়, বরং ‘প্লেট স্ম্যাশিং’ বা কাচের প্লেট ভাঙা এক গ্রিক প্রথা। যার উদ্দেশ্য দুষ্ট আত্মাদের দূরে রাখা।

প্লেট বা চশমা ভেঙে ফেলা বহু দিনের রেওয়াজ। নিজের সন্তানদের নিয়ে সেটাই করলেন ফারাহ।

২০০৪ সালে বিয়ে করেন ফারাহ-শিরীষ কুন্দার। গত তিন দশক ধরে ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ মুখ ফারাহ। সহকারী পরিচালক এবং ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। ২০০৪ সালে ‘ম্যায় হু না’ ছবি দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। পরে, ‘ওম শান্তি ওম’, ‘ম্যায় হু না’, ‘তিস মার খান’ এবং ‘নিউ ইয়ার’-এর মতো ছবি পরিচালনা করেন।

news24bd.tv/FA