কোনাবাড়ীতে নারীর মরদেহ
কোনাবাড়ীতে নারীর মরদেহ

প্রতীকী ছবি

কোনাবাড়ীতে নারীর মরদেহ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কোনাবাড়ীতে রুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে জিএমপি কোনাবাড়ী থানা-পুলিশ। দুপুরে কোনাবাড়ী বাইমাল এলাকার স্থানীয় জয়নাল ডাক্তারের বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, জয়নাল ডাক্তারের বাসার ২২নং রুমে ওই নারী ভাড়া থাকতেন। গত কয়েকদিন ধরে ওই নারী ও তার স্বামীকে দেখতে না পেয়ে এবং তাদের রুমে লাইট জ্বলতে থাকলে স্থানীয়রা কোনাবাড়ী থানায় খবর দেয়।

পরে কোনাবাড়ী থানা-পুলিশ ও পিবিআই এসে রুমের তালা ভেঙে নারীর মরদেহ উদ্ধার করে। ওই নারীর স্বামী পলাতক রয়েছে বলে জানায় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দিনে পাঠানো হয়েছে।

এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক