নোয়াখালীর সাংসদকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
নোয়াখালীর সাংসদকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

নোয়াখালীর সাংসদকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করায় চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১৩৬৩) করা হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা সংসদ সদস্যকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

শনিবার সন্ধ্যায় চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন জানান, স্থানীয় এমপি ইব্রাহিমকে যারা হুমকি দিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। সেইসাথে দলীয় নেতা কর্মীরাও ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন এবং এর প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছেন।

শুক্রবার রাতে সংসদ সদস্যের অ্যাম্বাসেডর রবিউল এইচ ভূঁইয়া এই সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল্লাহ চাটখিল নামক একটি আইডি থেকে সাংসদ এইচ এম ইব্রাহিমের নামে নানা কুৎসা রটিয়ে এবং তাকে হত্যার হুমকি দিয়ে নানা ধরণের পোস্ট করা হয়। সে আইডি থেকে প্রধানমন্ত্রীকে জড়িয়েও নানা উস্কানিমূলক পোস্ট ও কমেন্ট করা হয়েছে।

রবিউল এইচ ভূঁইয়া জানান, সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের মান সম্মান রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় এবং ভবিষ্যতে আরও বড় ধরনের কোন ক্ষতির আশঙ্কা করে এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত হুমায়ুন কবির এই জিডির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। তদন্ত চলছে।

news24bd.tv/FA