ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট সামলাতে যুক্তরাজ্যে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে ৮০ শতাংশ। আগামী অক্টোবর থেকে দেশটির ২ কোটি ৪০ লাখ পরিবারের জন্য বাড়বে গ্যাস ও বিদ্যুতের বিল। এভাবে গ্যাসের দাম বাড়ার ফলে লাখ লাখ ব্রিটিশ ‘জ্বালানি দারিদ্র্য’-র শিকার হবে বলে মনে করেন ব্রিটিশ অর্থমন্ত্রীও।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পর থেকেই বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি সংকট।
নাজুক এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশটিতে গৃহস্থালির কাজে ব্যবহৃত জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম বলেছে, অক্টোবর থেকে দেশটির বাসাবাড়ির জ্বালানি ব্যয় বেড়ে বছরে প্রায় সাড়ে তিন হাজার পাউন্ডেরও বেশি হবে।
এখানেই শেষ নয়, আগামী জানুয়ারিতে আরেক দফায় জ্বালানির দাম বাড়তে পারে বলে জানানো হয়। এই পরিস্থিতিতে অসহায় হয়ে পড়ছেন সাধারণ নাগরিকরা।
অফজেমের মতে, এই সংকট মোকাবিলায় জরুরিভাবে সরকারি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিটিশ অর্থমন্ত্রীও স্বীকার করেন, জ্বালানির নতুন মূল্যবৃদ্ধির ঘোষণায় ব্রিটিশদের ওপর চাপ ও উদ্বেগ তৈরি করবে।
news24bd.tv/তৌহিদ