'শেখ হাসিনা রেফারি থাকলে খেলায় অংশ নেবে না বিএন‌পি'
'শেখ হাসিনা রেফারি থাকলে খেলায় অংশ নেবে না বিএন‌পি'

'শেখ হাসিনা রেফারি থাকলে খেলায় অংশ নেবে না বিএন‌পি'

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা রেফারি থাকলে সেই খেলায় বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপি'র যুগ্ম মহাসচিব হারুন উর রশিদ এমপি। তিনি বলেন, শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। কারণ এই সরকার একটি জালিম সরকার।

শনিবার বিকেলে দিনাজপুর ইন্সটিটিউট মাঠ প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলা ও পৌর বিএনপি আয়ােজিত সমাবেশে হারুন উর রশিদ এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় দদ্রব্যমূল্য বৃদ্ধি, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

এসময় হারুন উর রশিদ বলেন, আজ দেশের খেটে খাওয়া মানুষের দিন চলে না। এই জালেম সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষার জন্য সবাইকে জেগে উঠতে হবে। ২০২২ সালে শেখ হাসিনার বিদায় ঘণ্টা বাজবেই বাজবে।

তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশের সাথে ভারতের স্বামী-স্ত্রীর সম্পর্ক এই কথা বলার পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তিনি বলেন, প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। আমরা ভারতের গোলামী করার জন্যই কি দেশ স্বাধীন করেছিলাম? দেশে গুম ও হত্যার রাজনীতি বন্ধ করতে হবে। এসময় তিনি সকলকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক। সেইসাথে জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মুরাদ আহমেদ ও দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মণ্ডল বকুলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক, রংপুর বিভাগের আরেক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হকসহ অনেকে।

news24bd.tv/FA