রাজধানীতে সৎ ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ 
রাজধানীতে সৎ ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ 

প্রতীকী ছবি

রাজধানীতে সৎ ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ 

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর পল্লবীতে মাংস কাটার মোটা কাঠ দিয়ে মাথায় আঘাত করে শাহনাজ বেগম (৫৩) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপর অভিযুক্ত সুজন পালিয়ে গেছেন। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর রোডের ১২৫ নম্বর বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ওই বাসার কেয়ারটেকার হিসাবে চাকরি করেন নিহত শাহনাজের স্বামী আবু সাঈদ মেম্বার। সেখানেই নিচতলায় একটি রুমে শাহনাজকে নিয়ে থাকতেন তিনি। তার আরেক স্ত্রীর ছেলে সুজন সন্ধ্যার দিকে  শাহনাজের মাথায় মাংস কাটার মোটা কাঠ দিয়ে আঘাত করেন। লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের লোকজন থানায় অবস্থান করছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল রয়েছে। সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

news24bd.tv/কামরুল