রাজধানীর মিরপুর পল্লবীতে মাংস কাটার মোটা কাঠ দিয়ে মাথায় আঘাত করে শাহনাজ বেগম (৫৩) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপর অভিযুক্ত সুজন পালিয়ে গেছেন। শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর রোডের ১২৫ নম্বর বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের লোকজন থানায় অবস্থান করছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল রয়েছে। সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
news24bd.tv/কামরুল