বাবরকে বিয়ে করার পরামর্শ দিলেন রোহিত
বাবরকে বিয়ে করার পরামর্শ দিলেন রোহিত

পাকিস্তান ক্রিকেটের টুইটার থেকে।

বাবরকে বিয়ে করার পরামর্শ দিলেন রোহিত

অনলাইন ডেস্ক

গড়িয়েছে এশিয়া কাপ। অনুশীলনের ফাঁকে দেখা রোহিত শর্মা ও বাবর আজমের। বেশ কিছুক্ষণ হেসে গল্প করে কাটানোর পর বাবরকে দারুণ এক পরামর্শ দিলেন রোহিত। বললেন- 'ভাই বিয়ে করে নাও'।

পাকিস্তান ক্রিকেটের টুইটারে উঠে এসেছে সেই তথ্য।

প্রতিবেদনে বলা হয়, রোহিতের এই পরামর্শ শুনে বেশ হেসেছেন বাবর। উত্তরে বলেছেন, 'না, না এখন না। ' ভিডিওটি শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট।

আর শেয়ারের পরেই ভাইরাল। তবে বিয়ের বিষয়টা কেন এলো সে বিষয়ে কিছু জানা যায়নি।

এবারের এশিয়া কাপে জোড়া মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে 'হিটম্যান'। কারণ এশিয়ার সেরা হওয়ার জন্য রোহিতকে ভাঙতে হবে দু'টি রেকর্ড। প্রথমত, রোহিতের সামনে সুযোগ রয়েছে এশিয়া কাপের সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার হওয়ার। দ্বিতীয়ত, রোহিত প্রথম ভারতীয় হিসাবে এশিয়া কাপে ১০০০ রান করার দোরগোড়ায় রয়েছেন।

এদিকে, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান বোলারদের তোপে ১০৫ রানে অল-আউট হয়েছেন লঙ্কানরা। ফলে আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন মাত্র ১০৬ রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৭ আগস্ট) এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে টস জিতে তাদের ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান।

news24bd.tv/FA