এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে: রুবেল

রাজধানীর বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের উপর উঠে যায় ঘাতক বাসটি। ঘটনাস্থলে প্রাণ হারায় দুই শিক্ষার্থী।

এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে: রুবেল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের প্রতিযোগিতায় গতকাল রোববার প্রাণ গেছে দুই শিক্ষার্থীর। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। এ ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল দুটি বাসে অগ্নিসংযোগসহ বেশ কিছু বাস ভাঙচুর করে।

আজও বিমানবন্দর সড়কে বিক্ষোভে নেমেছে বিভিন্ন স্কুল-কলেজের হাজারো শিক্ষার্থী। বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় কয়েকটি ছবিসহ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। যেখানে তিনি বলেছেন, নিহত শিক্ষার্থীদের স্বজন ও সহপাঠীদের চোখের জলের মূল্য বাসচালকদের একদিন দিতেই হবে।

রুবেল হোসেন সেই স্ট্যাটাসে লেখেন, ড্রাইভার ভাইদের বলছি, আজকে আপনারা ট্রাফিক নিয়ম মেনে না চলায় নিজেরা নিজেরা রেস করতে গিয়ে জীবন দিতে হচ্ছে কোন বাবা-মায়ের সন্তানকে, কারো আবার বাবা-মাকে।

মনে রাখবেন এই চোখের পানির মূল্য আপনাদের দিতে হবে।

এ কান্না শুধু তাদের সহপাঠী, পরিবার, আত্মীয়-স্বজনের নয়! এ কান্না আজ সারা দেশের, প্রত্যেক মানুষের ...।

সম্পর্কিত খবর