আমানতকারীদের ৪ কোটি টাকা ফেরত দেবে পিপলস লিজিং

আমানতকারীদের ৪ কোটি টাকা ফেরত দেবে পিপলস লিজিং

নিজস্ব প্রতিবেদক

পি কে হালদারের প্রতিষ্ঠান পিপলস লিজিং তাদের ৫৮২ জন আমানতকারিকে প্রায় চার কোটি টাকা পরিশোধ করবে বলে জানানো হয়েছে। সোমবার পিপলস লিজিংকে এ আদেশ দিয়েছেন বিচারপতি খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ।

প্রতিষ্ঠানটির আইনজীবী জানান, পিপলস লিজিংয়ের ৬০০ এর অধিক ডিপোজিটর রয়েছে, পর্যায়ক্রমে তাদের সবার পাওনা টাকা ফিরিয়ে দিয়ে চেষ্টা করে যাচ্ছে হাইকোর্ট। জানা গেছে, এরইমধ্যে ডিপোজিটরদের মধ্যে মানবিক বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে ১৪ কোটি ৯১ লাখ পরিশোধ করেছে পিপলস লিজিং।

গত বছর পি কে হালদারের অর্থ কেলেঙ্কারি নিয়ে আলোচনায় আসা আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড পরিচালনার জন্য ১০ সদস্যর বোর্ড পুনর্গঠন করে দেন হাইকোর্ট। বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় কামাল উল আলমকে। কিন্তু স্বাস্থ্যগত কারণে গত ১ জুন বোর্ডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন কামাল উল আলম। এরপর অবসরে থাকা জেলা ও দায়রা জজ (অব.) হাসান শাহেদ ফেরদৌসকে তার স্থলাভিষিক্ত করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক