অভ্যন্তরীণ বাজারে ডলার মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

অভ্যন্তরীণ বাজারে ডলার মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আন্তর্জাতিক বাজারের তেলের দাম কমেছে এটা সত্য। তবে তার ফলটা আমরা পাচ্ছি না কারণ ডলারের দাম বেড়েছে। মঙ্গলবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা শেষের সাংবাদিকদের কথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের ডলারের দাম কমলে আবারও সমন্বয় করা হবে।

সরকার অভ্যন্তরীণ বাজারে ডলারের মূল্য নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটা সম্ভব হলে আবারও দ্রব্যমূল্যের সমন্বয় করা হবে। তিনি বলেন, যেটা হওয়া উচিত এর থেকে বেশি যেন না হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যৌক্তিক যেটা তার থেকে বেশি নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডলারের কারসাজির জন্য যে ছয়টি ব্যাংকে দোষারোপ করা হয়েছে তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

news24bd.tv/FA