নেত্র নিউজ ফেসবুক পেইজের অ্যাডমিনের বিরুদ্ধে আদালতে মামলা

সংগৃহীত ছবি

নেত্র নিউজ ফেসবুক পেইজের অ্যাডমিনের বিরুদ্ধে আদালতে মামলা

অনলাইন ডেস্ক

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেজের অ্যাডমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা করা হয়েছে। একই মামলায় হাসিনুর রহমান নামে সাবেক এক সেনা কর্মকর্তা আসামি করা হয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে আদালতে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুদ্দিন আহম্মেদ তারেক।

পরে অভিযোগটি আমলে নিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক।

এসব তথ্য নিশ্চিত করেছন আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন।  

তিনি বলেন, ‘আদালত অভিযোগটি আমলে নিয়ে আগামী ৩১ অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ’

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি হাসিনুর রহমানের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার নাথের পাথুয়া বিনয়ঘর গ্রামে। তিনি বর্তমানে রাজধানী ঢাকার মিরপুরে বসবাস করছেন।

মামলার অপর আসামি অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেজের অ্যাডমিন।

রাষ্ট্র ও সরকারবিরোধী বিভিন্ন ভিডিওসহ পোস্ট ভাইরাল হয় নেত্র নিউজ থেকে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।

মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

news24bd.tv/মামুন