'মুন্না ভাই চলচ্চিত্রে চঞ্চল' গুজবে ট্রলের শিকার অভিনয়শিল্পীরা

সংগৃহীত ছবি

'মুন্না ভাই চলচ্চিত্রে চঞ্চল' গুজবে ট্রলের শিকার অভিনয়শিল্পীরা

'মুন্না ভাই' চলচ্চিত্রে কাজ করবেন সময়ের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী- এমন গুজবে সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন অভিনয় শিল্পীরা। সোমবার এমন গুজবের বিষয়টি সম্পূর্ণই ভিত্তিহীন বলে নিশ্চিত করেন স্বয়ং চঞ্চল চৌধুরী।

তবে এই গুজবের রেশ গিয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই চঞ্চল চৌধুরী ও হাওয়া সিনেমায় 'গুলতি'খ্যাত নাজিফা তুষিকে নিয়ে ট্রল করছেন।

এমন এক পোস্টে দেখা গেছে, মার্ভেল স্টুডিও'স এর পেজের নকল করে নাজিফা তুষিকে দিয়ে বানানো হয়েছে পোস্টার। ক্যাপশনে দেয়া- 'সবকিছু ঠিক থাকলে আগামী ক্যাপ্টেন মার্ভেল মুভিতে ব্ল্যাক মাম্বা চরিত্রে দেখা যাবে তুষিকে'।

সেইসাথে চঞ্চলকে নিয়েও ট্রলের শেষ নেই। গতরাত থেকেই ফেসবুকের বিভিন্ন পেজে ট্রল করা হচ্ছে এই গুণী অভিনেতাকে নিয়ে।

অনেকেই লিখেছেন, এবার না হোক পরের বার হবে।

এ বিষয়ে চঞ্চল জানান, ফেসবুকে সবাই যা দেখছে তিনি ততটুকুই জানেন। তবে বলিউড থেকে কেউই তার সাথে সঙ্গে যোগাযোগ করেননি।  ‘মুন্না ভাই থ্রি’ কর্তৃপক্ষ তো নয়ই। এই খবর সত্য নয়।

অন্যদিকে, ডিজনি+হটস্টারের চিফ অফ অপারেশন হুজেফা কাপাডিয়ার যে পোস্টটি ভাইরাল হয়েছিলো তার কোন ভিত্তিই পাওয়া যায়নি ফেসবুকে। তার নামে তৈরিকৃত একটি ভুয়া আইডির পোস্ট থেকে এই গুজবের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

news24bd.tv/FA