ফেসবুককে 'দজ্জাল বাবা' বললেন তসলিমা নাসরিন

তসলিমা নাসরিনের ফেসবুক থেকে।

ফেসবুককে 'দজ্জাল বাবা' বললেন তসলিমা নাসরিন

অনলাইন ডেস্ক

সামাজিক মাধ্যম ফেসবুকে নতুন বিড়ম্বনার শিকার তসলিমা নাসরিন। কারণ, ফেসবুকে নতুন কাউকে রিকুয়েস্ট দিতে গেলেই যাচাই বাছাইয়ের মুখোমুখি হচ্ছেন তিনি। এ নিয়ে এক পোস্টও করেছেন তসলিমা।

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তসলিমা লেখেন, 'ফেসবুকের এই ব্যাপারটা আগে লক্ষ্য করিনি।

মনে হয় নতুন শুরু করেছে। কাউকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাইছি, ফেসবুক পাঠাতে দিচ্ছে না, বলছে একে তুমি চেনো না জানো না, একে রিকোয়েস্ট পাঠাতে পারবে না। আমি তাজ্জব। '

শুধু তাজ্জবই নন এ লেখিকা।

আরও যুক্ত করেছেন, 'এ তো দেখি দজ্জাল বাবার মতো। কার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো, কার সঙ্গে পারবো না, কাকে বাড়িতে নেমন্তন্ন করতে পারবো, কাকে পারবো না, তা সাফ সাফ বলে দিত। তার অপছন্দের কেউ বাড়িতে এলে দিব্যি তাড়িয়ে দিত। '

সেই পোস্টে তসলিমার সাথে সহমত জ্ঞাপন করে একজন লিখেছেন, 'দিদি, ফেসবুক বহুদিন থেকেই এমন আচরণ করে আসছে। এছাড়াও ফেইসবুক প্রগতিশীল চিন্তার মানুষদের ক্ষেত্রে চরম ডিসক্রিমিনাইজ করে। '

কমেন্টে আরেকজন লিখেছেন, 'এটা হাসির বিষয় হলেও বা যেভাবে প্রেজেন্ট করেছেন, সেটা পড়ে মজা হলেও আসলেই বিষয়টা হাস্যকর নয়৷ সব ব্যাপারে স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ফেসবুক অথরিটি। '

উল্লেখ্য, বিভিন্ন সময়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে ফেসবুকে প্রতিবাদ করেন বিতর্কিত এই লেখিকা। সম্প্রতি নারীদের ছোট পোশাক নিয়ে চলমান বিবৃতি-পাল্টা বিবৃতি নিয়েও লেখেন তিনি। দিন কয়েক আগে আলোচিত তারকাজুটি রাজ-পরীমণির সন্তানের নাম নিয়েও আপত্তি জানিয়েছিলেন তিনি। তাদের সন্তানের নাম নাকি পছন্দ হয়নি তসলিমার। এ নিয়ে বিতর্কও কম হয়নি।

news24bd.tv/FA