জ্বালানি তেলের দাম বাড়িয়ে রাখা সঠিক ছিল : তৌফিক-ই-ইলাহী

তৌফিক-ই-ইলাহী

জ্বালানি তেলের দাম বাড়িয়ে রাখা সঠিক ছিল : তৌফিক-ই-ইলাহী

ফেরদৌস আরেফিন

জ্বালানি তেলের দাম বাড়িয়ে রাখা সঠিক ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নাদেজের সঙ্গে দেশটিতে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের কথা তুলে ধরেন।

তিনি বলেন, খাদ্য, সার ও জ্বালানির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন (নিষেধাজ্ঞা) দেয়নি।

রাশিয়া ও অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল আনার কথা ভাবছে সরকার।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দেশের কিছু পক্ষ, কিছু কিছু মিডিয়া জ্বালানি সংকটের বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা বলছে। এটা একদম ভুল কথা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআরের পুরো ট্যাক্স কমালে জ্বালানি তেলের দাম বাড়ানোর দরকার নেই।

কিন্তু কর না দিলে বাজেট কি করে হবে? ফলে এনবিআরের ট্যাক্স কমিয়ে জ্বালানি তেলের দাম কমানো যথাযথ না। আন্তর্জাতিক বাজারমূল্যে তেল বিক্রির দিকেই যেতে হবে।

তৌফিক এলাহী বলেন, বিশ্বের বর্তমান সংকটে অনেক দেশ পড়ে যাবে কিন্তু বাংলাদেশ টিকে যাবে।

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে দেশটির আন্ডার সেক্রেটারি জোসেফ ফার্নাদেজের সঙ্গে কথা হয়েছে বলে জানান তৌফিক ইলাহী। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের স্থানীয় নির্বাচন স্বচ্ছ হয়েছে। নির্বাচন কমিশন এখানে স্বাধীন। সকল আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করেই নির্বাচন হবে।

news24bd.tv/রিমু