দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

সংগৃহীত ছবি

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

অনলাইন ডেস্ক

তিন মাস পর আজ থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। ফলে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের পাশাপাশি দর্শনার্থীরাও ঘুরতে পারবেন পর্যটন এলাকাগুলো।

বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার (৩১ আগস্ট)।

ফলে আজ বৃহস্পতিবার থেকে সুন্দরবনের করমজল, কটকা, কচিখালী, হারবাড়িয়া, হিরণ পয়েন্ট, দুবলারচর, নীলকমলসহ সমুদ্র তীরবর্তী এবং বনাঞ্চলের বিভিন্ন স্থান নৌযানে চড়ে যেতে পারবেন পর্যটকরা। এ সময় সুন্দরবনের বনজ সম্পদ আহরণের জন্য পাস পারমিট নিয়ে বনে প্রবেশ করতে পারবেন বনজীবীরাও।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে সুন্দরবনের প্রতি দর্শনার্থীদের আগ্রহ অনেক বেড়ে গেছে। এত দিন নিষেধাজ্ঞা থাকায় পর্যটক আসতে পারেননি।

এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দর্শনার্থীর সংখ্যা অনেক বাড়বে।

news24bd.tv/হারুন