তিন মাস পর আজ থেকে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। ফলে সুন্দরবনের বনজ সম্পদ আহরণের পাশাপাশি দর্শনার্থীরাও ঘুরতে পারবেন পর্যটন এলাকাগুলো।
বৃহস্পতিবার (১ সেপ্টম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার (৩১ আগস্ট)।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে সুন্দরবনের প্রতি দর্শনার্থীদের আগ্রহ অনেক বেড়ে গেছে। এত দিন নিষেধাজ্ঞা থাকায় পর্যটক আসতে পারেননি।
news24bd.tv/হারুন