শ্রীলংকা-পাকিস্তানের তুলনায় আমরা ভালো আছি : নসরুল হামিদ

ফাইল ছবি

শ্রীলংকা-পাকিস্তানের তুলনায় আমরা ভালো আছি : নসরুল হামিদ

বৈশ্বিক সংকটে অন্য দেশগুলোর তুলনায় আমরা ভালো আছি বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এসময় প্রতিমন্ত্রী আরও বলেন- শ্রীলংকা, পাকিস্তানের সঙ্গে তুলনা করলে সে অবস্থায় আমরা নেই।

বৃহস্পতিবার এক সভায় এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেকে ভয় দেখিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়।

আমাদের ভালো থাকাটা কারো কারো সহ্য হয় না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপর আস্থাশীল হয়ে মানুষ কষ্ট স্বীকার করে নিচ্ছে। তেলের দাম সমন্বয় সকলকে পীড়া দিচ্ছে। আমরা চেষ্টা করছি কিভাবে কত দ্রুত এখান থেকে বেরিয়ে আসা যায়।

এদিকে গ্রাম-পৌরসভাকেও সরকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এর আগে গতমাসে বর্জ্য হতে বিদ্যুৎ ও সার উৎপাদনে জাপানের ফুকুওকা শহরের মেয়র সোইচিরো তাকাসিমাকে সহযোগিতা কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় চার দিনব্যাপী ওয়ার্ল্ড সিটিজ সামিট-২০২২ উপলক্ষে দুই মেয়রের মধ্যে এক দ্বি পাক্ষিক আলোচনায় এ সহযোগিতা প্রত্যাশা করা হয়।

news24bd.tv/FA