শিনজো আবের স্মৃতিচারণ করে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

শিনজো আবের স্মৃতিচারণ করে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন অন্যতম। তার মৃত্যুতে বাংলাদেশসহ পুরো বিশ্বই শোকাহত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাপানিজ স্টাডিজ আয়োজিত এক শোক ও স্মরণসভা অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, ২০১৪ সালে শিনজো আবের বাংলাদেশ সফর ছিলো এদেশের অবকাঠামোগত উন্নয়নের শুরু।

তার মৃত্যুতে বাংলাদেশ তার কাছের বন্ধুকে হারিয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ।

বাংলাদেশের বান্দরবানে তমব্রু সীমান্তে প্রথমে মিয়ানমারের মর্টারশেল ও পরে এস্ট্রে এসে পড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মিয়ানমারকে সতর্ক করেছি। তারপরও একটি এসট্রে এসে বাংলাদেশে পড়েছে।

আমরা কথা বলেছি তারা আরও সতর্ক থাকবে বলে আমাদেরকে জানিয়েছে।

এসময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, শিনজো আবে অসাধারণ একজন নেতা ছিলেন। পুরো বিশ্বেই তার নেতৃত্বগুণের প্রকাশ ঘটেছে। তার মৃত্যুতে অন্যান্য বিশ্বের মত বাংলাদেশও শোকাহত। স্মরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠানসহ রাষ্ট্রীয় ভাবে তার মৃত্যুতে শোক পালন করেছে। আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ সরকারের এই কার্যক্রম আমাদের মনে থাকবে।

news24bd.tv/FA