কয়লা গায়েব: ২১ কর্মকর্তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা

কয়লা গায়েব: ২১ কর্মকর্তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় শীর্ষ ২১ কর্মকর্তার বিদেশ যেতে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে খনির সাবেক এমডি এস এম নূরুল আওরঙ্গজেবকে দুদকে তলব করা হয়েছে।

দুদক গঠিত তদন্ত কমিটির প্রধান ও উপপরিচালক শামছুল আলম সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খনির সাবেক এমডি এস এম নূরুল আওরঙ্গজেবকে আগামী ১ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়েছে।

 এর আগে যে ৪ কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল, তারাও এই তালিকায় আছেন।

এর আগে গেল ২৩ জুলাই দুর্নীতির এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দুদক। দুদকের উপ-পরিচালক শামছুল আলমকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটির অপর ২ সদস্য হলেন-সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ও উপসহকারী পরিচালক তাজুল ইসলাম।

এ ছাড়া তদন্ত এই কমিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দুদকের পরিচালক কাজী শফিক।

এদিকে কয়লা সরবরাহ না হওয়ায় বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন গেল সপ্তাহ থেকে বন্ধ রয়েছে। এ কারণে রংপুর বিভাগের ৮ জেলায় বিদ্যুৎ সঙ্কট তৈরি হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, শিগগিরই এ সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর