বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুইশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৯৭ হাজার ৯৪৭ জনে।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৮ হাজার ৫৫ জন, যা আগের দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে ৫০ হাজারের বেশি।
শুক্রবার (২ সেপ্টেম্বর) ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে এশিয়ার দেশ জাপানে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৩৪০ জন এবং মারা গেছেন ৩১৬ জন।
মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইতালি। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৬৭ জনের এবং শনাক্ত হয়েছে ৬৫ হাজার ২১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ১৯ হাজার ৪৯২ জন এবং মৃত ১৭৪ জন। ইতালিতে আক্রান্ত ২০ হাজার ৪৯৮ জন এবং মৃত্যু ৬৮ জনের।
news24bd.tv/হারুন