দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। আক্রান্ত হওয়ার ৯দিন পর করোনা মুক্ত হয়েছে ‘বিগ বি’ নামক এই অভিনেতা। খবর হিন্দস্তান টাইমস।
ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, গত ২৩ আগস্ট দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নিজের ব্লগে অমিতাভ লিখেন, ‘কাজে ফিরেছি..আপনাদের প্রার্থনা কাজে লেগেছে...গত রাতে নেগেটিভ হয়েছি...নয় দিনের আইসোলশন শেষ...সবাইকে আমার ভালোবাসা...আপনারা সর্বত্র সদয় ও উদ্বিগ্ন...যত্নে পরিপূর্ণ পরিবার।
এ মুহূর্তে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৪তম আসরের সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর তা বন্ধ ছিল।
news24bd.tv/মামুন