মানিকগঞ্জে পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে মামলা করেন মানিকগঞ্জ সদর থানার এস আই মো. আব্দুল লিটন। ৩৩ জনের নাম উল্লেখসহ বিএনপির ২৫০০ নেতা-কর্মীর নামে এ মামলা করা হয়।
মামলায় আসামি করা হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, যুবদল নেতা সেলিম মোহাম্মদ, ছাত্রদল নেতা রুবেল মাহমুদ, জেলা বিএনপি'র সহ-সভাপতি আজাদ হোসেন খান, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি রিয়াজুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক নুসরাতুল ইসলাম জ্যাকিসহ দলের শীর্ষ নেতাদের নামে।
উল্লেখ্য বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ এবং বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষে বাধে। তখন বিএনপির শতাধিক নেতা-কর্মী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার, কনস্টেবল শাহীনসহ ৭ জন পুলিশ সদস্য আহত হন।
news24bd.tv/হারুন