গেইলকে বাদ দিয়ে ক্যারিবীয়দের দল ঘোষণা

ক্রিস গেইল [ফাইল ছবি]

টি-টোয়েন্টি সিরিজ

গেইলকে বাদ দিয়ে ক্যারিবীয়দের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এ লড়াইয়ে স্বাগতিকদের নেতৃত্বে থাকছে যথারীতি কার্লোস ব্র্যাথওয়েটের কাঁধে। তবে বিশ্রাম দেয়া হয়েছে ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইলকে। ডাক পেয়েছেন চ্যাডউইক ওয়ালটন ও শেলডন কোটরেল।

আর চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ মারলন স্যামুয়েলস।

হাঁটুর চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি স্যামুয়েলস। চোট থেকে সেরে আসন্ন লড়াইয়ে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছেন ৩৭ বছর বয়সী উইলোবাজ। আর সদ্যসমাপ্ত গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কানাডায় ব্যাট ও বল হাতে নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নিয়েছেন ওয়ালটন ও কোটরেল।



তবে এবারও উপেক্ষিত রয়ে গেছেন সুনীল নারিন েএবং কাইরন পোলার্ড।

আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেন্ট কিটসে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে দু’দল। বাকি দুই ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ৪ ও ৫ আগস্ট।

ওয়েস্ট ইন্ডিজ দল : 

কার্লোস ব্র্যাথওয়েট, স্যামুয়েল বদ্রি, শেলডন কোটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, আশলে নার্স, কিমো পল, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস।

সূত্র: ক্রিকবাজ

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর