বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার অভিযোগে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে দণ্ডিত সোহাগ মৃধাকে (২০) আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বাসিন্দা সোহাগ মৃধা।
বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটির পরে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা বাড়ি যাওয়ার সময় তাদের উত্ত্যক্ত করে সোহাগ মৃধা।
ইউএনও সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় ওই স্কুলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সোহাগ মৃধাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।
news24bd.tv/কামরুল