পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বউকে নিতে বর এসেছেন হেলিকপ্টারে। নওরোজ ফারহান নূর নামের ওই বর ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ সময় উৎসুক জনতা ভীড় করেন সেখানে। ভীড় থামাতে মোতায়েন করা হয় পুলিশ।
শুক্রবার দুপুরে স্থানীয় পাবলিক ক্লাব মাঠে বাবা-মাসহ পরিবারের তিন জন সদস্য নিয়ে পাবলিক ক্লাব মাঠে অবতরণ করেন তিনি। এ সময় জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়। অন্য বরযাত্রীরা সকালেই সড়ক পথে কনের বাড়িতে পৌছান। হেলিকপ্টার থেকে বরসহ পরিবারের সদস্যরা নামলে কনে পরিবার তাদের বরণ করে নেন।
কিছুদিন আগে ঢাকার মহাখালী দোহস এলাকার আকিজ পার্টিকেলের ইডি হেলাল আহমেদের ছেলে নওরোজ ফারহান নূরের সঙ্গে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাজার পাড়া এলাকার নুর নেওয়াজের মেয়ে নাফিসা বিনতে নওয়াজের (নেহা) পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। তাদের বিয়ের তারিখ ঠিক হয় ২ সেপ্টেম্বর।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, হেলিকপ্টারে বিয়ের বিষয়টি অবহিত করে থানা পুলিশকে দাওয়াত দিয়েছে কনে পক্ষ। আমাদের পক্ষ থেকে সহযোগিতা দিয়েছি। থানার সামনেই একটি মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে।
news24bd.tv/আজিজ