বিখ্যাত হওয়ার নেশায় মাত্র তিন দিনে ছয় জনেক খুন করে ১৯ বছরের এক যুবক। ঘুমন্ত নিরাপত্তারক্ষীদের ওপর আক্রমণ করে হাতুড়ি, কোদাল বা পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা করতো সে। এতদিন খুন করে গেলেও অবশেষে ধরা পড়েছে ১৯ বছরের এই ভয়ানক সিরিয়াল কিলার। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট কল্যাণ লোধী (৫০) নামের একটি কারখানার নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাতুড়ি দিয়ে তার মাথা থেঁতলে দেয়া হয়েছিল। এরপর একইরকমভাবে খুন হওয়া আরও ২ জন নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার করা হয়।
অভিযুক্ত তরুণের দাবি, শুধুমাত্র বিখ্যাত হতে একের পর এক খুন করেছেন তিনি। তবে পুরিশের কাছে ৩টি খুনের তথ্য থাকলেও এই তরুণের দাবি, মোট ৬টি খুন করেছেন তিনি। বাকি হত্যাকাণ্ডগুলো সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
news24bd.tv/আলী