ভয়াবহ বন্যায় পাকিস্তানে একদিনে মৃত্যু ৫৭

সংগৃহীত ছবি

ভয়াবহ বন্যায় পাকিস্তানে একদিনে মৃত্যু ৫৭

অনলাইন ডেস্ক

নজিরবিহীন বন্যার কবলে পড়েছে পাকিস্তান। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৫ জন শিশুসহ বন্যার কারণে মারা গেছে ৫৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৬৫ জন।

 

এরআগে গত আগস্ট মাসে দেশটির সিদ্ধু প্রদেশে রেকর্ড বৃষ্টি পরিমাপ করা হয়। যা গত ৩০ বছরের রেকর্ড। ১৯০ শতাংশেরও বেশি বৃষ্টিতে দেশটির ৫০ মিলিয়ন মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। তাতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা।

যেখানে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে দেশটির শিশুরা। যাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

এরইমধ্যে বন্যা দুর্গতদের ত্রাণ সুবিধা দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দুর্যোগের স্টক নেওয়ার জন্য বৈঠকে বসেছে। বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির প্রধান লেফটেন্যান্ট-জেনারেল আখতার নওয়াজ, ‘২০২২ সাল পাকিস্তানের জন্য জলবায়ু পরিবর্তনের কিছু কঠোর বাস্তবতা নিয়ে এসেছে। চলতি বছর দেশটিতে কোনো বসন্ত ঋতু প্রত্যক্ষ করিনি। এরইমধ্যে আমরা চারটি তাপপ্রবাহের মুখোমুখি হয়েছিলাম যা সারা দেশে বড় আকারের দাবানল সৃষ্টি করেছিল। আর এখন আমরা বন্যা মোকাবেলা করছি।

দেশটিতে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে ১০ বিলিয়ন ডলার। তবে এখনও আন্তর্জাতিক সংস্থাগুলির চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে সমীক্ষা চালিয়ে যাচ্ছে। বন্যা মোকাবেলায় দেশটি জাতিসংঘের কাছে ১৬০ মিলিয়ন ডলার সাহায্য আবেদন করেছে।

news24bd.tv/আমিরুল