১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

উদ্ধার হওয়া ১০টি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি।

১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

১০টি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধারসহ সংঘবদ্ধ চোরাই চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার ও সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম এ বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন- মো. আবুল কালাম আজাদ, মো. মাহবুব মানিক, মো. রাশেদুল ইসলাম রাসেল, মো. বাবুল, জামাল আহমেদ, মো. আনোয়ার হাওলাদার, মো. সোহেল নিয়াজী, মো. শহিদুল্লাহ, মো. রুবেল, মো. সালাউদ্দিন, ফারুক ও কামরুল হাসান আশিক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, বাবুল সিএনজি চালিত অটোরিক্সায় মানিক, কালাম ও রাসেলকে নিয়ে বিভিন্ন মার্কেট-বাসা-বাড়িতে মোটরসাইকেল চুরি করার জন্য রেকি করে। রেকির এক পর্যায়ে পছন্দমত মোটরসাইকেলের আশেপাশে বাবুল সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে দাঁড়ায়। সিএনজি থেকে বাবুল লোকজনদের অনুসরণ করে। চোরাই চক্রের গুরু কালাম ও মানিক এলেংকি (একটি বিশেষ ধরনের চাবি যা দিয়ে যেকোনো মোটরসাইকেলের লক খোলা যায়) দিয়ে লক খুলে মোটরসাইকেল রাসেলের কাছে দিয়ে দেয়।

রাসেল মোটরসাইকেল নিয়ে সুবিধা মতো জায়গায় গিয়ে জামাল ও আনোয়ারের কাছে হস্তান্তর করে।

গ্রেপ্তার জামাল ও আনোয়ার রুবেল ও ফারুকের কাছে চাঁদপুর জেলার শাহরাস্তি থানা এলাকায় পৌঁছে দেয়। পরে রুবেল, ফারুক ও আশিকরা চোরাই মোটরসাইকেল বিক্রি করে কালাম ও রাসেলের কাছে বিকাশে টাকা পাঠায়। পরে গুরু কালাম টাকা ভাগাভাগি করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আরও জানায়, তারা রাত ১২ টার পর থেকে ভোর পর্যন্ত বাসা বাড়ির গ্যারেজ ও সিড়ির নিচ থেকে মোটরসাইকেল চুরি করে এবং দিনের বেলায় বিভিন্ন মার্কেট, হাসপাতাল ও স্কুল কলেজের সামন থেকে চুরি করে। গত এক বছরে তারা শতাধিক মোটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে কমদামে বিক্রয় করে বলে জানায়।

উদ্ধার মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিক্সা:

১। রেজিঃ বিহীন লাল রংয়ের একটি বাজাজ পালসার মোটরসাইকেল যার চেচিস নং MD2A11CZ9ECK07231

২। নীল রংয়ের একটি টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল যার রেজিঃ নং ঢাকা মেট্রো ল-২৬-৫০৫৬, চেচিস নংMD624HC10G2A17309

৩। নীল রংয়ের একটি টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল যার রেজিঃ নং ঢাকা মেট্রো ল-৩৪-৫৬০৬ চেচিস নং MD624HC18H2E63404

৪। রেজিঃ বিহীন নীল রংয়ের একটি টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল যার চেচিস নং MD634KE47G2E39327

৫। সাদা রংয়ের একটি টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল যার রেজিঃ নং ঢাকা মেট্রো ল-২৬-০৬২৯, চেচিস নং MD624HC16E2A32264

৬। টিয়া রংয়ের একটি রেজিঃ নম্বরবিহীন এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল যার চেচিস নং MD624HC1ZE2H41800 (চেচিস ঘষামাজা)
৭। রেজিঃ বিহীন লাল রংয়ের একটি বাজাজ পালসার মোটরসাইকেল যার চেচিস নং MD2A11CZ3CCD51373 (চেচিস ঘষামাজা)

৮। রেজিঃ বিহীন ডাক ব্লু রংয়ের একটি বাজাজ পালসার মোটরসাইকেল যার চেচিস নং MD2A11CY1HWB91796
৯। রেজিঃ বিহীন নীল রংয়ের একটি টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল যার চেচিস নং MD624HC18C2H17007

১০। অন টেস্ট লেখা লাল রংয়ের একটি টিভিএস এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল যার চেচিস নং MD624HC1XE2E39469

১১। একটি রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি চালিত অটোরিক্সা যার চেচিস নং MD6M14CA1H4L04641.

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর